গাজীপুরে ভাওয়াল কলেজ ছাত্রদলের মার্চ ফর জাস্টিস

Slider বাংলার মুখোমুখি


গাজীপুর: পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিচ্ছিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালন কারীদের বিরোদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যাবস্থা গ্রহনের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদল। আজ বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকার দিকে গাজীপুর মহানগর এর প্রান কেন্দ্র চান্দনা চৌরাস্তা হইতে একটি বৃহৎ র‍্যালি নিয়ে ভাওয়াল কলেজ ক্যাম্পাস অভিমুখে মার্চ ফর জাস্টিস করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও গাজীপুর মহানগর ছাত্রদল এর সিনিয়র সহ সভাপতি জনাব সাইফুল ইসলাম শামীম, সাবেক যুগ্ম আহবায়ক পারভেজ হোসেন নয়ন দেওয়ান, রাফসানজানি খন্দকার সজল, নাসির উদ্দিন, মেহেদী হাসান, আশরাফ উদ্দিন , সাবেক আহবায়ক সদস্য আব্দুল হাসিম, সোহেল রানা। ভাওয়াল কলেজ ছাত্রদল নেতা রুহুল আমিন, সাব্বির, অয়ন, রুহুল ইসলাম, লিটন, সেলিম, আশিক, ফজল,ফারুক, সিয়াম হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাইফুল ইসলাম শামীম এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- ক্যাম্পাসে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে যারা সন্ত্রাসীদের পুনর্বাসন করছেন তারাও রেহাই পাবেন না।

বক্তব্য শেষে ছাত্রদলের নেতৃবৃন্দরা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানার নিকট স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *