কাল ১২ টায় আখেরী মোনাজাত, যানচলাচল বন্ধ হবে না— জিএমপি কমিশনার

Slider জাতীয়

ছবি( প্রেস ব্রিফিং এ জিএমপি কমিশনার)

গাজীপুর : শূরায়ি নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত কাল বুধবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত উপলক্ষে আগের মত যান চলাচল বন্ধ হবে না বলে জানিয়েছেন
জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশী খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং করে জিএমপি কমিশনার এসব কথা বলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, প্রথম ধাপের ইজতেমা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ধাপ চলছে। কাল বুধবার বেলা ১২ টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানে অবস্থানরত বিদেশী মুসল্লিরা স্বস্থি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। প্রথম ধাপের মতই দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাতেও কোন ঝুঁকি নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতই আছে। সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিমির মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ৬ ফেব্রুয়ারী সন্ধ্যার মধ্যে শূরায়ি নেজাম প্রশাসনের নিকট ময়দান হস্তান্তর করবে। ৮ তারিখ সাদপন্থীদের ময়দান বুঝিয়ে দেয়া হবে। আশা করছি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারী সাদপন্থীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব করবেন।

এসময় শূরায়ি নেজামের শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, সাদপন্থীরা ইজতেমার আগে ময়দান বুঝিয়ে নেয়ার সময় যে সকল জিনিস সরালে ক্ষতি হবে সেসব জিনিস সরানো হবে না। তবে সাদপন্থীরা ইজতেমা করার নৈতিকতা হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হওয়ার কথা।

এসময় পুলিশ কমিশনারের সাথে জিএমপির অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল হাসান, মো. তাহেরুল হক চৌহান, জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন, ট্রাফিক বিভাগের উপ কমিশনার ইব্রাহিম খান, জিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার মহিউল ইসলাম, সিটিএসবির উপকমিশনার আলমগীর হোসেন সহ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।

শুরায়ী নেজামের অধীনে গত রবিবার সকাল ৯ টা ১১ মিনিট থেকে ৯ টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। গতকাল সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *