রমজান আলী রুবেল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে তিন ডাকাত আটক হয়। ঘটনা ঘটে রবিরার রাত দুইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিন ধনুয়া গ্রামের আ.হামিদের বাড়িতে এঘটনা ঘটে। সকালে পুলিশ আটক ডাকাতদের গ্রেফতার করে।
গ্রেফতার তিন ডাকাত হলো উপজেলার ওই ইউনিয়নের নগরহাওলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আবুল হোসেন(৫২), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বালিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল রানা @বাক্কা(৩০) একই জেলার ত্রিশাল উপজেলার নগরচরা তরফদার বাড়ির ফজলুল হকের ছেলে জহিরুল হক (২৭)।
স্থানীয়রা জানান, রবিবার রাত দুইটার দিকে দশ থেকে পনেরো জনের ডাকাত দল ওই গ্রামের আ.হামিদের বাড়িতে ডাকাত দল দরজা ভেঙ্গে ডাকাতির চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। খবর পেয় সোমবার সকালে পুলিশ ওই তিন ডাকাতকে গ্রেফতার করে।
একই রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের শ্রীপুর-গাজিয়ারন আঞ্চলিক সড়কে মো. রাসেল শেখ ও স্ত্রীকে বেধে মারধর করে ডাকাত দল। এ সময় একটি ডিসকভার মোটর সাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। রাসেল স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পরেন।
শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মো.জয়নাল আবেদিন মন্ডল জানান, ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার অভিযান চলছে। মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে ।