শ্রীপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্বরনোৎসব সম্পন্ন

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তিন দিন ব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্বরনোৎস ও মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয় গ্রামের সাধুর বাজারের ফকির খালেক সাঁইজির আখড়া বাড়িতে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ বিদেশের লাখো লালন ভক্ত,সাধু,গুরু অংশ নেন। অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করেন দেশের বরেন্য লালন সংগীত শিল্পীবৃন্দ।

জানাযায়, উপজেলার সাধুর বাজারে ফকির খালেক সাঁইজীর আখড়া বাড়িতে প্রাতি বছর দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্বরনোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে গত ত্রিশ-একত্রিশ জানুয়ারী ও এক ফেব্রæয়ারী ওই আখড়ার বাড়িতে তিনদিন ব্যাপী লালন স্বরনোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু,গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন কায়সার,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. অনোয়ার হোসেন বেপারী সহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাপনী দিনে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার লালন একাডেমির প্রধান প্রশিক্ষক গুরুজী আক্কাস আলী সাঁই। তিন দিনের অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করেন লালন সম্রাট বাউল শফি মন্ডল, চন্দনা মজুমদার,কিরণ চন্দ্র রাঢয়,রিংকু,শিমুল হাসান,এলিজা পুতুল সহ বিভিন্ন পর্যায়ের লালন সংগীত শিল্পিবৃন্দ। রবিবার সকালে তিন দনের লালন স্বরনোৎসব ও মেলার সমাপ্তি ঘটে। সাধুর বাজার আখড়া বাড়ির প্রতিষ্ঠাতা ফকির খালেক সাঁই বলেন, দীর্ঘ দিন ধরে এখানে দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্বরনোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। অনুষ্ঠান সফল স্বার্থক করতে যারা সহায়তা করে থাকেনন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে সকলকে লালনের ভাব ধারা অন্তরে লালন করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *