ফ্যাসিষ্টকে সহযোগিতাকারীদের বিচার হওয়া উচিত – ডা: মাজহার

Slider গ্রাম বাংলা

গাজীপুর; বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার মাজহারুল আলম বলেছেন,গত ১৬ বছর ফেস্টিস্ট হাসিনা সরকারকে যে সকল সাংবাদিকরা সহযোগিতা করেছেন তাদের বিচার হওয়া উচিত। আর তা না করলে ইতিহাস ক্ষমা করবে না।

২৮ জানুয়ারি মঙ্গলবার গাজীপুর সদরের সালনা পর্যটন রিসোর্ট ও পিকনিক স্পটে গাজীপুর জেলা প্রেসক্লাব আয়োজিত চলো নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনে শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডাক্তার মাজারুল আলম বলেন, বিগত ১৬ বছর ফ্ল্যাশিত হাসিনা সরকার যে অত্যাচার অত্যাচার নির্যাতন-নিপীড়ন করেছে, সে বিষয়ে সোচ্চার হওয়া উচিত, অপরাধের বিচার হওয়া উচিত। ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতাকারী সাংবাদিকদের বিচার না হলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে । অশির চেয়ে মসির শক্তি বেশী উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের কলম তরবাড়ির চেয়ে শক্তিশালী। আল কুরআনের একটি আয়াত উল্লেখ করে তিনি বলেন,আল্লাহর কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন।

জাতীয় রাজনীতির প্রতি দৃষ্টিপাত করে তিনি বলেন, শহীদ জিয়া বাংলাদেশের প্রথম সংস্কার করেছিলেন। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এ পর্যন্ত যেসকল সরকার নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছেন তারাই ষড়যন্ত্রকারী উল্লেখ করে তিনি দ্রুত জাতীয় নির্বাচন দাবি করেন।

মঙ্গলবার সারাদিন ব্যাপী গাজীপুরের সালনা পর্যটন রিসোর্টে হয়ে গেলো প্রাণবন্ত অনুষ্ঠান। “চলো নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিকদের মিলন মেলা।

আয়োজক সংগঠন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইউবি, গাজীপুর মহানগর জাসাসের সভাপতি সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, জাগ্রত নব্বইয়ের সদস্য সচিব ভিপি আশরাফ হোসেন টুলু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর,গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিকুর রহমান সেলিম, বিএনপি নেতা মাহবুবুল আলম মাষ্টার, গাজীপুর জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া, অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, সিনিয়র সাংবাদিক বেলাল হোসেন, প্রিন্সিপাল হুমায়ুন কবীর, ডেইলী স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মনজুরুল হক, প্রফেসর আসাদুজ্জামান আকাশ, সাংবাদিক আতিকুর রহমান আমিন, সাংবাদিক আসাদুজ্জামান সাদ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল, শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি এম এম ফারুক, নয়া দিগন্তের সাংবাদিক অধ্যাপক আবুল কালাম ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের দুই শতাধিক নেতারা অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃত অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *