রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভোররাত পৌনে ৪টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান।
তিনি বলেন, রাত ২টা ১২ মিনিটের দিকে কাজীপাড়ায় ৯তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরও দুটি ইউনিট যোগ দেয়। চার ইউনিটের চেষ্টায় ৩টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেননি তিনি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।