সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ, বাদ পড়ল তিন নাম

Slider ফুলজান বিবির বাংলা

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন- মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।

বুধবার বাংলা একাডেমির ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়েছে।

মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে জানানো হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা ২৯শে জানুয়ারি, ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়:

ক. কবিতা: মাসুদ খান
খ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
গ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
ঘ.অনুবাদ: জি এইচ হাবীব
ঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
চ. বিজ্ঞান: রেজাউর রহমান
ছ. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা বাংলা একাডেমি নির্বাহী পরিষদ সংরক্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *