গাজীপুর: মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের টেক্সটাইল সেক্টর এর প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রুপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
টেক্সটাইল বন্ধু ইঞ্জিঃ মোঃ ফখরুল আলম সভাপতি জেটেব কেন্দ্রীয় কমিটি ভাইয়ের নির্দেশে ও ইঞ্জিঃ এ বি এম রুহুল আমীন আকন্দ সাধারণ সম্পাদক জেটেব কেন্দ্রীয় কমিটি ভাইয়ের তত্ত্বাবধানে পূবাইল ইউনিট কমিটির উদ্যোগ এ আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ মোঃ সুলতান হোসেন শিশির সভাপতি জেটেব গাজীপুর জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ মোঃ আলী আকবর মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক জেটেব কেন্দ্রীয় কমিটি, ইঞ্জিঃ মোঃ শরিফুর রহমান আহবায়ক জেটেব গাইবান্ধা জেলা, ইঞ্জিঃ মোঃ জয়নাল আবেদীন রুবেল জেটেব গাজীপুর জেলা সহ পূবাইল ইউনিট এর নেতা কর্মী, সঞ্চালনায় ছিলেন ইঞ্জিঃ মোঃ রাশেদ ভূইয়া।