ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন লালন সাধক

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন লালন সাধক ফকির খালেক সাঁই। সোমবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের লোহাগাছিয়া গ্রামের সাধুর বাজারের আখড়া বাড়িতে তিনি এ ঘোষণা দেন। নিজের আখড়া বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকল ধরণের রাজনীতি থেকে মুক্ত থাকার ঘোষণা দেন। দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে লালনের অমোগ বানী প্রচারে সহযোগীতার আহŸান জানান। এর আগে ফকির খালেক সাাঁই দীর্ঘ এক যুগ ধরে তার গড়ে তুলা আখড়া বাড়িতে প্রতিবছর তিন দিন ব্যাপি লালন স্বরনোৎসব পালন করে আসছেন।

খালেক সাঁই বলেন, “সত্যবল সুপথে চল ওরে আমার মন” “মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাউল স¤্রাট মহাতœা লালনের অমোগ বানী প্রচারে নিজেকে নিবেদিত করেছেন। দীর্ঘ সময় তিনি লালন গবেষণা ও লালনের দিক্ষায় সাধনা করে আসছেন। ফকির লালনের আদর্শ ধারণ-লালন করতেই তিনি সাধুর বাজার আখড়াবাড়ি গড়ে তুলে। এখানে নিয়মিত লালন চর্চা হয়ে থাকে। ভক্তরা লালনের বানীর দিক্ষা নিয়ে থাকে। মানুষকে উদ্বোদ্ধ করতে এক যুগের বেশী সময় ধরে তাঁর আখড়াতে লালন স্বরনোৎসব করে থাকেন। তার আখড়া অরাজনৈতিক একটি লালন গবেষণা কেন্দ্র।

তিনি দাবী করেন এটি দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্বরনোৎসব। দীর্ঘ সময় একটি দল রাষ্ট্রের ক্ষমতায় ছিলো। তাদের বাইরে কোন কিছুই হতোনা। অনেকাট নিরুপায় হয়ে অনুষ্ঠান করতে হয়েছে। অনেকে তাকে রাজনৈতিক তকমা লাগানোর প্রয়াস করেন। সে জন্য আজ আনুষ্ঠানিক ভাবে নিজেকে রাজনীতি মুক্ত ঘোষণা করলাম।
তিনি বলেন, প্রতিবছর মার্চ মাসের মধ্য ভাগে লালন স্বরনোৎসব হতো।

এ বছর পবিত্র রমজানের কারণে অনুষ্ঠান এগিয়ে আনতে হলো। আগামী ত্রিশ জানুয়ারী থেকে এক ফেব্রæয়ারী তিন দিন তার অখড়া বাড়িতে লালন স্বরনোৎসব হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহনের সম্মতিজ্ঞাপণ করেছেন। অনুষ্ঠান অলংকৃত করবেন দেশ বরেন্য লালণ শিল্পি বৃন্দ। সকলকে বিভেদ ভূলে অনুষ্ঠানে অংশ গ্রহনের আমন্ত্রন জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *