রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে গাজীপুর সদর উপজেলা জাসাস কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলার জাসাস এর সভাপতি মো. মুকুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. জাকির হোসেন রোকন।গাজীপুর সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জসিম উদ্দিন শেখ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফিরোজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (রিজভী), গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকির, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল আমিন মাস্টার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন ,গাজীপুর সদর উপজেলা জাসাসের সভাপতি আবু তাহের মণ্ডল, সাধারণ সম্পদক এজাজুল আলম মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন শেখসহ অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান শুধু একজন নেতা নন, তিনি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনার প্রতীক ছিলেন।আলোচনা সভার পর সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হয়। সংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং সাংস্কৃতিক অগ্রগতির লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও আয়োজন করা হবে।