গরীব মানুষের পাশে থাকতে তারেক রহমানের নির্দেশ—ডা.মাজহার

Slider গ্রাম বাংলা


গাজীপুর অফিস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার মাধ্যমেই তাদের আস্থা অর্জন করতে হবে আর এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ।

বুধবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব), গাজীপুর জেলা শাখার আয়োজনে জেলা বিএনপি অফিস প্রাঙ্গনে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: মাজহার এসব কথা বলেন।

গাজীপুর জেলা ড্যাবের আহবায়ক অধ্যাপক ডা. আলী আকবর পলানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শহীদ জিয়ার কালজয়ী দেশপ্রেমের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ত্যাগের আদর্শ এবং তারেক রহমানের ক্রান্তিকালীন ক্লান্তিহীন সংগ্রামের আদর্শ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের যুগ-যুগান্তরের অনুপ্রেরণা হয়ে থাকবে। অনাগত দিনে জিয়া-পরিবারের দেশাত্মবোধ ও গণমূখী রাজনীতি পৃথিবীর ইতিহাসকে সমৃদ্ধ করবে। অপরপক্ষে, ফ্যাসিস্ট বাকশালি পরিবারের লুটপাট, দমন-পীড়ন,গুম,হত্যা এবং গণবিরোধী অপশাসন ইতিহাসে ঘৃণিত ও কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাবের নেতা ডা. কামরুল ইসলাম, ডা. শাহজাহান সিরাজ, ডা.খায়রুজ্জামান, ডা.এনামূল হক, ডা. কামরুল করিম, ডা. শাওন, ডা. আসিফ প্রমুখ। অনুষ্ঠানে আগত ছিন্নমূল দরিদ্র মানুষেরা লন্ডনে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *