খোকাকে নির্বাচনে অযোগ্য করতেই এ রায়

Slider রাজনীতি

2015_10_16_19_08_06_MqEKgMY4UL922aDOBJN0o4EMbB9S4j_original

 

 

 

 

নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আদালত মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ‘খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা’ শ্রমিক দল এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

আদালত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রায় দিয়েছেন বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার ও আদালতের অনুমতি নিয়েই খোকা বিদেশি চিকিৎসার জন্য গিয়েছেন। কিন্তু এরপরও তাকে আত্মপক্ষের কোনো সুযোগ হয়নি। ফলে এ রায়ের পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা প্রতিযোগিতায় ভয় পায়। তাই বিএনপির নেতাকর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আরো একটি ৫ জানুয়ারির মত প্রহসনমূলক নির্বাচন করার ষড়যন্ত্র করছে।’

খালেদা জিয়ার দেশে ফেরা ও না ফেরা নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে আমাদের প্রতিদিনই যোগাযোগ হচ্ছে। আর খালেদা জিয়ার সিদ্ধান্ত নিয়েই আমরা দল পরিচালনা করছি। কিন্তু আমাদের কার্যক্রমকে ক্ষমতাসীনরা অবৈধভাবে বাধাগ্রস্ত করছে। তাই সরকারের এ সব কার্যক্রমকে হতাশ করতে খুব শিগগির দেশে ফিরছেন তিনি।’

জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চোখ ও কান খোলা রাখুন। কারণ, চোখ খোলা রাখলেই দেখতে পারবেন কীভাবে আওয়ামী লীগ ধর্মের নামে অধর্ম ও গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালাচ্ছে।’

দেশে বর্তমান কোনো গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র চলছে। ফলে, দেশের জনগণের জীবনে কোনো নিরাপত্তা নেই। তাই জনগণের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করার ফলেই বেগম জিয়া বার বার অসুস্থ হচ্ছেন।’

দুই বিদেশি হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি করেছিলাম তদন্ত ছাড়া কাউকে দোষারোপ করবেন না।’

তবে এরপরও দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে ক্ষমতাসীনরা উদ্দেশ্যমূলকভাবে জড়ানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করেন তিনি।

এসময় তিনি জনগণের দাবি মেনে নিয়ে ক্ষমতাসীনদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য আবারও আহ্বান জানান।

আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ এসময় দোয়া ও মিলাদ মাহফিলে শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *