বাংলাদেশে ৫৪ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি হবে: বিশ্বব্যাংক

Slider জাতীয়
1445439382
চীনের বর্তমান পোশাক রফতানির যদি ২০ ভাগ যদি বাংলাদেশ দখল করতে পারে, তাহলে দেশের রফতানি দ্বিগুণ হবে। এটা হলে বাংলাদেশে ৫৪ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি হবে।
বুধবার বিশ্বব্যাংকের ‘ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেশন স্টাডি’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রতিবছর ২০ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে। কিন্তু আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের প্রতিকূলতার কারণে বাংলাদেশে অধিক ও ভালো চাকরির সুযোগ তৈরি করা যাচ্ছে না।
এই তরুণদের রফতানি নির্ভর প্রতিষ্ঠানগুলোতে চাকরির উপযোগী করে তুলতে হবে। এ জন্য যথাযথ শিক্ষাগত ভিত্তি ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে ওই প্রতিবেদনে পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে বাংলাদেশের রফতানিকে ফলপ্রসূ করতে আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *