গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচিতে দেশের অবহেলিত শিক্ষক সমাজের প্রাপ্য সম্মান এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিনাভোটের পতিত ফ্যাসিস্ট সরকার বিগত ষোল বছরে সীমাহীন দুর্নীতি,লুটপাট,গুম,হত্যা এবং অমানবিক জুলুম নির্যাতনের মাধ্যমে দেশে ভয়ংকর বাকশালি অপশাসন কায়েম করেছিল। তারা গণতন্ত্র, বাকস্বাধীনতা, অর্থনীতি, রাজনীতি,বিচার ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাসহ সকল রাষ্টীয় প্রতিষ্ঠান এমনকি দেশের সার্বভৌমত্বকেও ধ্বংস করেছিল।
আজ দুপুরে গাজীপুর সিটি কলেজের সম্মেলন কক্ষে ১৫ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম এসব কথা বলেন।
গাজীপুর সিটি কলেজের সভাপতি অধ্যাপক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষকের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, বিগত ষোল বছর জনাব তারেক রহমান ও বিএনপির ডাকে দেশবাসীর সাথে সচেতন শিক্ষকগণও অংশ নিয়েছেন।
শহীদ জিয়ার সর্বশ্রেষ্ঠ এবং কালজয়ী সংস্কার হলো দ্বিধাগ্রস্ত জাতির সামনে একাত্তরের ২৬শে মার্চে মহান স্বাধীনতার ঘোষণা। তারপর, শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বহুবিদ অসামান্য সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, আধুনিক বাংলাদেশ, সংসদীয় গণতন্ত্র, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নারী শিক্ষা, স্বনির্ভর আন্দোলন, খালকাটা,নিরক্ষরতা দূরীকরণ অভিযান ইত্যাদি কর্মসুচি– বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছে। স্বাধীনতার তিপ্পান্ন বছরে শুধুমাত্র বিএনপির গণমূখী সংস্কারের কারনেই জাতি সামনের দিকে ঘুরে দাঁড়িয়েছে। আর, বিভিন্ন স্বৈরাচারের গনবিরোধী কুসংস্কারের কর্মকাণ্ড জাতিকে পেছনে ঠেলে দিয়েছে।
ডা. মাজহার বলেন, তারই ধারাবাহিকতায় গণতন্ত্রের ক্রান্তিকালীন সুদীর্ঘ সময় যিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন, সেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠনের প্রকৃত সংস্কার করা হবে। তবে, বেশি দেরীতে নির্বাচন হলে দেশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
তাই,অতিদ্রুত কুসংস্কারকারী গণদুশমনদের বিচার করা এবং জাতিকে গণতন্ত্র উপহার দেয়া –রাষ্ট্রসংস্কারের প্রধান কাজ, বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ ড. আব্দুল মোত্তালিব, অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক আনোয়ার সাদাত, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, অধ্যাপক শরিফুল ইসলাম, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো. মাফিকুর রহমান সেলিম প্রমুখ।
শেষে জাসাস নেতা চান মিয়া জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে গীতিকার অধ্যাপক সফিকুল ইসলামের লেখা একটি গান পরিবেশন করেন।