রমজান আলী রুবেল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের জেলা কারাগারে শ্রমিকলীগ নেতা মো. জহিরুল ইসলাম(৪৫)’র মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসডপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গত পাঁচ ডিমেম্বর জুলাই বিপ্লবের হত্যা মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের জেলা কারাগারে বন্দী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল চারটা বিশ মিনিটে অসুস্থ্য বোধ করেন। জেলখানার চিকিৎসক তাকে পর্যবেক্ষন করে উন্নত চিকিৎসার পরামর্শদেন। সেমোতাবেক তাকে চারটা চল্লিশ মিনিটেদিক গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে খানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, জহির পূর্ব থেকে অসুস্থ্য থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহতের মরদেহের সুরত হাল রিপোটর্রে জন্য ম্যজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। সকল আইনী প্রকৃয়া মেনে তার ময়না তদন্ত সম্পন্নহবে।
গাজীপর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতারেলর আবাসিক চিকিৎসক ডা.শেখ ফরহাদ বলেন,শেখ জহিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়না তদন্তের রিপোর্টটের ভিত্তিতে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।