সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, এওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে।
কর্মশালার অংশ হিসাবে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভালুকা সরকারি কলেজ মাঠে আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহিদুল আলম।
এ সময় তিনি বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তরুণদের অগ্রাহ্য-অবহেলা করতে পারি না। তাদের ওপরই ভরসা রাখতে চাই, যখন দেখি এই তরুণরাই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াই, তখন আশান্বিত হই। আনন্দে চিৎকার দিয়ে বলি এই তরুণরাই পারবে। আমাদের রাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদের। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।
এসময় সভাপতির স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন আজকের এই কর্মশালায় আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এই কর্মশালাটি আমাদের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
আমরা জানি, তরুণরাই একটি জাতির চালিকাশক্তি। তাদের চিন্তা-ভাবনা, উদ্ভাবন এবং উদ্যোগই আগামীর বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই কর্মশালার মাধ্যমে আমরা জানতে চাই, কীভাবে তারুণ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে একটি উন্নত, সুষ্ঠু এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা যায়।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে আমরা একত্রে শপথ নিতে চাই, আমাদের সকল কাজের মাধ্যমে শুধু নিজেদের নয়, বরং দেশের উন্নয়নে ভূমিকা রাখবো। এই কর্মশালায় আপনাদের মতামত এবং প্রস্তাবনা আমাদের জন্য অমূল্য।
আমাদের এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, আজকের আলোচনাগুলো আমাদের উন্নয়ন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তিয়াস মাহমুদ শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম সাহাদত হোসেন সহকারী কমিশনার ভূমি রোকসানা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান।
পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহাম্মেদ, রুহুল আমিন মাসুদ, মজিবুর রহমান মজু, সাকাওয়াত হোসেন পাঠান, রুহুল আমিন,পৌর বি এন পির যুগ্ন আহবায়ক জহির রায়হান, উপজেলা জামায়াতে আমির সাইফ উল্যাহ পাঠান ফজলু, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, জেলা যুবদল দক্ষিণ এর সহ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর আহবায়ক মিয়াদ খান। উপজেলা বিএনপির সদস্য, আব্দুল কাইয়ুম রিপন, ফরিদ উদ্দিন সরকার, আব্দুর রহিম আকন্দ, উপজেলা যুবদল নেতা, আসাদুজ্জামান শেখ আহসান, স্বেচ্ছাসেবক দল নেতা কায়ছার আহম্মেদ কাজল প্রমূখ।
দিনব্যাপী বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সমাপ্তি শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।