ক্রীড়া প্রতিবেদক
তৃতীয় বিপিএলে থাকছে না নিলামের রোমাঞ্চ। ম্যাড়ম্যাড়ে লটারিতে (যার আরেক নাম প্লেয়ার্স বাই চয়েস) দল গঠনের কাজ সারবে ছয় ফ্র্যাঞ্চাইজি। তবে ক্রিকেটারদের মাঝে একটা চাপা উত্তেজনা ঠিকই কাজ করছে। এবার ফ্র্যাঞ্চাইজি একটি কম হওয়ায় অনেকেরই বিপিএল খেলা হবে না।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর রেডিসন হোটেলে শুরু হবে বিপিএল প্লেয়ার্স বাই চয়েস। বিপিএল ব্রডকাস্টার চ্যানেল নাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
লটারিতে দেশি ১৩০ এবং বিদেশি ১৪৮ ক্রিকেটারের নাম থাকবে। এর মধ্য থেকে দল গড়বে ফ্র্যাঞ্চাইজিরা। ছয় ফ্র্যাঞ্চাইজির প্রতিটি সর্বোচ্চ ১৩ জন দেশি এবং ১২ জন বিদেশি ক্রিকেটার রেজিস্টেশন করাতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে একজন আইকন থাকায় আদতে দেশি ক্রিকেটারের তালিকা থেকে সুযোগ পাবেন ১২ জন করে। যার মানে ১৩০ জনের মধ্যে ৭২ জন দল পাবেন।
তাই অনেক তারকা ক্রিকেটারও দল পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। টি২০ ফরম্যাটে নাজমুল মিলন বেশ পরিচিত নাম। কিন্তু বুধবারও তার কণ্ঠেও ছিল শঙ্কা, ‘গত আসরের তুলনায় একটি ফ্র্যাঞ্চাইজি কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই এবার অনেকে দল পাবে না। তাই একটা শঙ্কা তো কাজ করবেই।’
সবচেয়ে বেশি শঙ্কায় আছেন পেসাররা। অভিজ্ঞ এক পেসার তো বিপিএল খেলার আশাই ছেড়ে দিয়েছেন,‘মাঝে মাঝে মনে হয় কেন পেসার হলাম! আসলে আমাদের দেশে এ ধরনের টুর্নামেন্টে পেসারদের কদর একটু কম। বাউন্সি উইকেট হলে হয়তো আমাদের গুরুত্ব একটু বাড়ত।’ সম্মানী নিয়েও অনেকের মাঝেই ক্ষোভ আছে। আইকন ক্রিকেটাররা পাবেন ৩৫ লাখ টাকা করে। আইকন ছাড়া আরও চারটি গ্রেড আছে। ‘এ’ গ্রেড ২৫ লাখ, ‘বি’ গ্রেড ১৮ লাখ, ‘সি’ গ্রেড ১২ লাখ এবং ‘ডি’ গ্রেডের ক্রিকেটাররা ৫ লাখ টাকা করে পাবেন।
বিদেশিদের বেলায় পারিশ্রমিক কিছুটা উচ্চ। ‘এ’ ক্যাটাগরিতে থাকা বিদেশিরা পাবেন সর্বোচ্চ ৭০ হাজার ডলার করে। তবে ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে ক্ষেত্রে ৭০ হাজার ডলারের বেশি হলে দায়িত্ব বিসিবি নেবে না। এ সুবিধা কাজে লাগিয়ে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি আগেভাগেই বিদেশি ক্রিকেটার টানার কাজ অনেকটা এগিয়ে রেখেছে। তাই তালিকায় থাকা বেশিরভাগ ক্রিকেটার দল পাবেন না।
জানা গেছে, এরই মধ্যে নাকি ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, শোয়েব মালিকসহ প্রায় ৫০ জনের বেশি তারকা বিদেশিকে নিশ্চিত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, লটারিতে কমপক্ষে তিনজন বিদেশি নিতেই হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। বিদেশি ক্রিকেটারদের বেলায় আজ হয়তো সে নিয়মরক্ষার কাজটাই করবে ফ্র্যাঞ্চাইজিরা।