গাজীপুর: ঢাকায় কর্মরত ইনকাম ট্যাক্স কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ভূইয়ার বিরুদ্ধে ভূয়া দলিলে মাধ্যমে আপন বড় ভাই বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা যায়, গাজীপুর সদর উপজেলা বাড়িয়া ইউনিয়ন বড় কয়ের এলাকায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের প্রায় ৪০/৪২ শতাংশ জমি তারই আপন ছোট ভাই ইনকাম ট্যাক্স কর্মকর্তা হাবিবুর রহমান ভূয়া জাল দলিল দেখিয়ে আত্মসাৎ করে বলে জানা যায়। এছাড়াও সাবেক ফ্যাসিবাদের সরকারের আমলে স্থানীয় প্রবাসী এবং পূবাইল বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ইনকাম ট্যাক্স এর মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক অবৈধভাবে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায় ইনকাম ট্যাক্স কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান এর স্ত্রী পারভীন বেগম জানান, হাবিবুর রহমান যখন ইনকাম ট্যাক্স অফিসে চাকরিতে জয়েন করেন তখন তার সমাজে চলাফেরা করার মতো টাকা পয়সা ছিলো না। চাকরি ও বিয়ের পর সে আমাদের বাড়িতেই থাকতো কোন টাকা পয়সা দিতো না। পরবর্তিতে একটা সময় আওয়ামী সরকার আসলো আর হাবিবুর রহমানের ধীরে ধীরে প্রমোশন হতে থাকলো বর্তমানে সে ইনকাম ট্যাক্সের সহকারী কমিশনার হয়েছেন। তারপর থেকে সে যেন এক আলাউদ্দিন’র চেরাগ হাতে পেয়েছে, ঘুস দুর্নীতি আর অসহায় মানুষদের ইনকাম ট্যাক্স এর মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা এবং নামে বেনামে গড়েছেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। হাবিবুর রহমান গত বছরের নভেম্বরের ৩(তিন) তারিখ খুলনা থেকে ঢাকায় বদলি হয়ে আসে। ঢাকায় আসার পর আমাদের বাড়িঘর ভূয়া দলিল করে নিয়ে যায়। আমরা বাড়িঘরে গেলে আমাদের মারধর করে এবং জানে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। আজও আমরা থানায় জিডি করেছি বলে জানান পারভিন আক্তার।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায় ছাগলকাণ্ডের জন্য আলোচিত দুর্নীতিবাজ ও জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমানের বিশেষ সহকারী হিসেবে কাজ করতেন এই হাবিবুর রহমান ভূইয়া। এছাড়াও হাবিবুর রহমান ভূইয়া গাজীপুর কালিগঞ্জ সার্কেলের ইনকাম ট্যাক্স কর্মকর্তা থাকাকালীন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের পুবাইল আপন ভুবন রিসোর্টের ট্যাক্স ফাঁকি দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়।
এবিষয়ে ইনকাম ট্যাক্স কর্মকর্তা হাবিবুর রহমান ভূইয়া এই প্রতিবেদকে বলেন, আপনি অভিযোগের কপিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠান আমি ডকুমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নের বক্তব্য দেব। আমি মুখে কোন বক্তব্য দিব না।