শ্রীপুরে ৮ বাড়ির গবাদিপশুসহ ২কোটি টাকার মালামাল লুট ভাংচুর,অগ্নিসংযোগ

Slider গ্রাম বাংলা

রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আট বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট করেছে। ঘটনা ঘটেছে শনিাবর রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের ফকির পাড়া এলাকায়।

হামলা কারীরা আটটি বাড়িতে হামলা করে বিশটি পরিবারের বশত ঘর তছনছ ভাংচুর করে। লুটপাট করে নগদ টাকা,স্বর্ণালংকার, মূল্যবান আসবাপত্র,ফ্রিজ,টিভি,গরু, ছাগল,হাড়ি-পাতিল,ধান-চাল, থালা-বাসন। এমনকি বাদ পড়েনি পায়ের জুতা। হামলায় আহত হন ফরিদা(৫০),সিরাজ উদ্দিন(৭০) ও শতবর্ষী সামসুন্নাহার। জমি সংক্রান্ত বিরোধের কারণে ঝগড়ার জড়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় ভাবে জানা গেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে স্থানীয় ও ভূক্তভোগীদের সাথে কথা বলে জানাযায়, ওই গ্রামের হোসেন ফকির ও মফিজুদ্দিনের সাথে হাসেম ফকিরের ছেলে দের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের ক্রাণে শনিবার দুপুরে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ সময় হাসেমের ছেলে ফরহাদ ও আলফাজ নিজেরাই দোকার ভাংচুর করে। ফ্রিজ বাহিরে এনে নিজেরাই আগুন ধরিয়ে দেয়। সিরাজ উদ্দিন ও বনিকে বেধরক মারপিট করে পুলিশে ধরিয়ে দেয়। এতে মফিজুদ্দিনের লোকদের মাঝে পুলিশের আতংক ছড়িয়ে পরে। ভয়ে অনেকে বাড়ি ছেড়ে দেয়। এ সুযোগে হাসেমের সাত ছেলে আলফাজ(৫৫),গুমায়ুন(৪০), হৃদয়(৩০),ফরহাদ(৩৮), নাজমুল(২৫),জহিরুল (৪২),ইমন(২০),মোকলেছ(২২) ১০০ থেকে ১৫০জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হোসেন-মফিজ গংদের আটটি বাড়িতে হামলা চালায়। হামলা কারীরা বাড়ি গুলোতে দরজা জানালা,আসবা পত্র, পানির পাম্প,ধান ভাঙ্গানোর মেশিন সহ ব্যাপক ভাংচুর করে।

বাড়ি গুলোতে বসবাস রত বিশটি পরিবারের ঘরে চালায় লুটপাট। হামলা কারীরা ছিদ্দিক ও জাহাঙ্গীরের বাড়ি থেকে দশটি খাসি,পাঁচটি গরু সহ প্রায় ১০ লাখ টাকা, প্রবাসী কাজল-কামাল ও জামালের বাড়ি থেকে ৩০ভরি স্বর্ণালংকার সহ প্রায় ৭০লাখ টাকা,মতিনের বাড়ি থেকে প্রায় ৫০লাখ টাকা, সিরাজের দোকান লুট করে প্রায় ৬০লাখ টাকা, মাসুদের বাড়ি থেকে প্রায় ৭লাখ টাকার মাল সহ প্রায় ২কোটি টাকার মাল লুটকরে নেয়। বাড়ি গুলোতে ভাংয়চুর করে ক্ষতি করে প্রায় ৩০লাখ টাকার।

ভূক্তভোগী ফরিদা,সামসুন্নাহার সহ অন্যরা জানান, নিজেরাই আগুনের নাটক সাজিয়ে আমাদের লোকদের পুলিশে ধরিয়ে দেয় আলফাজ-ফরহাদ । পরে হাসেমের ছেলে আলফাজ-হুমায়ুন-হৃদয়-ফরহাদ গং সাত ভাই ও তাদের ভাড়াটে এক থেকে দেড় শতাধিক সন্ত্রাসী আমাদের বাড়ি গুলোতে হামলা চালয় । শনিবার বিকেল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে লুটপাট,হামলা কারীদের তান্ডব। তাদের অস্ত্রের ভয়ে কেহ এগিয়ে আসতে সাহস পায়নি। আট-নয় ঘন্টা ব্যাপী লুটপাট চালিয়ে আট- দশটি ট্রাক পকিআপ ভরে আমাদের বাড়ির লুটকরা মাল নিয়ে যায়। লুটপাট কারীরা নগদ টাকা,স্বর্ণালংকার, গরু-ছাগল,ধান চাল, হাড়ি পাতিল, ফ্রিজ-টিভি ঘর শূন্য করে সমস্ত মাল লুটে নেয়। বাদ পরেনি পায়ের জুতা। প্রতিপক্ষের আলফাজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিমমফিজের লোকজন প্রথমে আমার দোকানে হামলা করে। টাকা-মামল পত্র লুটপাট করে। আগুন দিয়ে ফ্রিজ পুরিয়ে দেয়।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক সুজন কুমাকর পন্ডিত জানান, শনিবার ঘটনাস্থল থেকে আটক দুজনকে উদ্ধার করা হয়। এবিষয়ে দু’পক্ষের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *