রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে শ্রীপুর সরকারি কলেজ গেইট সংলগ্ন স্বপ্নসিড়ি ক্লাব প্রাঙ্গন ও শ্রীপুর পৌর ঈদগাঁহ মাঠের গুচ্ছ গ্রামে প্রায় সাড়ে তিন শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন সবুজ।এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন প্রধান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ হান্নান মিয়া, সাবেক ছাত্রদল নেতা মোঃ নাসিম মন্ডল, সপ্নসিড়ি সংগঠনের সভাপতি ইমরান হাসান মিলন, পৌর ১নং ওয়ার্ড বিএনপি যুগ্ন সম্পাদক সোহাগ প্রধান, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মারুফ আহমেদ সবুজ প্রধান, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি,মামুন-অর রশিদ, শ্রীপুর পৌর জাসাসের যুগ্ম আহবায়ক রনি খান, সাবেক ছাত্রদল নেতা ফাত্তাহ্ ইসলাম মিশু, পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ জহির আহমেদ খান, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ সৈকত হাসান খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জনাব মোঃ সেলিম পারভেজ।