রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এলিম বাড়ি মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এলিম বাড়ি মোড় এলাকায় শাহিদের বাড়িতে আগুন লাগে। পরে এলাকাবাসী নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক শহীদ বলেন, আমি ঘরের ভেতর ঘুমিয়ে ছিলাম। এসময় আগুন লাগে। আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। এরপর আমি স্ত্রীর ফোন নম্বরে কল দিলে বন্ধ পাই। আমার স্ত্রী–ই ঘরে আগুন দিয়ে চলে গেছে আমার ধারণা।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, শহীদের অত্যাচারে তাঁর পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ঠ। এর আগেও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। বহুবার বিচার–সালিস হয়েছে। কিন্তু তিনি মাদকাসক্ত থেকে ফেরেননি। মাতাল হয়ে প্রায় বেপরোয়া আচরণ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘরের ভেতরে থাকা ফ্রিজসহ অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।