গাজীপুর: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকে তারেক জিয়ার ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব অনুষ্ঠানে প্রধান বক্তা এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জাসাসের গাজীপুর মহানগর শাখার আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগ্রত নব্বই এর আহবায়ক বিএনপি নেতা এ এম আশরাফ হোসেন টুলু, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ আরেক সাবেক সভাপতি সরাফত হোসেন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান ও আসাদুজ্জামান আকাশ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।