রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে স্ত্রী ও সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামের মৃত্যু হয়েছে।
বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম (৪০) বরিশাল জেলার বানারী পাড়া থানার ইলুহার গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি শ্রীপুরে থেকে মামনি ফার্মেসীতে ঔষধ ব্যবসা করতেন। হামলায় আহত হন নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭) শ্যালক হানিফ(২৯) ও বন্ধু জাহিদুল ইসলাম শিমুল (৩৫)। এঘটনায় অন্তর ও রোমান নামে দুইজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে প্রাইভেট কারে করে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামে মসজিদ মোড় এলাকার বাসার সামনে নামেন। গাড়ির থেকে নেমে মালপত্র নামানোর সময় রুবেলসহ ৬/৭ জনের একটি দল এত রাতে এখানে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চায়। এক পর্যায়ে তারা তাকে টানা হেচরা শুরু করে এসময় তার স্বামী হাসিবুল এগিয়ে এসে তাদের নিবৃত করার চেষ্টা করে। তারা কোন কথা না শুনে এলোপাথারি মারধোর শুরু করে। আমরা দৌড়ে বাড়িতে চলে আসলে তারা গেইট ভেঙে বাড়িতে প্রবেশ করে স্বামী হাসিবুলকে ইটা দিয়ে বুকে আঘাত করে। একপর্যায়ে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আল হেরা হাসপাতালে নেয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেন। সেখান থেকে হাসিবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এখন চার সন্তান এশা মনি, ইশরাত, নুশরাত, মাহাদি তাদের কি হবে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে তদন্ত করো আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, হাসিবুল ঢাকায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। গভীর রাতে মাওনার বাসায় ফেরার পরপরই বাসার সামনে হামলার শিকার হন। বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। পলাতক রুবেলসহ অন্যদের আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।