রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের দোতলা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণলংকার টাকা পয়সা লুটপাট করে নেয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে।
৩০ ডিসেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের জনৈক সুলতান উদ্দিন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সুলতান উদ্দিন সরকার (৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মৃত সফির উদ্দিন সরকারের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
ভুক্তভোগী সুলতান উদ্দিন বলেন, রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় কয়েকটি বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। এরপর বাসার মূল ফটকে কয়েকটি বিকট শব্দ হওয়ার পরপরই ১৫থকে ২০ জনের একটি দল দোতলায় প্রবেশ করে আমাকে অস্ত্র তাক করে ভয়ভীতি দেখিয়ে হাতপা বেধে ফেলে। এরপর আমার স্ত্রীকে অস্ত্র ধরে বাসার বিভিন্ন আলমারির চাবি তাদের নিয়ন্ত্রণে নেয়।
একেএকে বাসার সবকিছু লুটপাট করে দুটি গাড়িতে করে নেয়। বাড়ির পাশে পাকা সড়কে একটি মাইক্রোবাস ও একটি পিক-আপ গাড়ি দাঁড়িয়ে ছিলো। সেই গাড়িতে করে মালামাল ও ডাকাতরা চলে যায়। তিনি আরও জানান, ডাকারা সবার কালো কাপড়ে মুখ বাঁধা ছিলো।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্যোর স্ত্রী সেলিনা পারভীন বলেন, হঠাৎ করেই ডাকাতরা বাসার প্রবেশ করে। এরপর আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুটপাট করে নেয়। বাড়িতে আমি আর আমার স্বামী থাকতাম। বাসায় মেয়ে ও প্রবাসী ছেলের বউয়ের সব স্বর্ণালংকার লুটপাট করে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পুলিশ কাজ করছে।