রোববার থেকে নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু : উপদেষ্টা

Slider জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) শূন্য কক্ষগুলোতে আগামীকাল রোববার (২৯ ডিসেম্বর) থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাফতরিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দাফতরিক কার্যক্রম এক দিনের জন্যও বন্ধ রাখা হবে না।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হেয়ার রোডে স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেয়া হবে না।’

এ সময় আগের চেয়ে আরো দৃঢ়চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল করতে সব কর্মকর্তার প্রতি নির্দেশনা দেন তিনি।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *