ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কোনো কারণে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দেশে দুর্যোগ ও ঘন অন্ধকার নেমে আসবে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের দোহাজারী আল-বালাগ ইসলামী সংগঠনের ৪০তম ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়েছে। সচিবালয়ের পাঁচটি মন্ত্রণালয়ের কক্ষ পুড়িয়ে দেয়া হয়েছে। এ দেশতো হিন্দু মুসলিম আমাদের সবার। আগুনে রাষ্ট্রের যে ক্ষতি হলো, দেশের যে ক্ষতি হলো, তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্তে যেই দোষী প্রমাণিত হোক, কাউকে ছাড় দেয়া হবে না।
আগামী বছরের শেষ দিকে অথবা ২৬ সালের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, এবার ভোট হবে দিনের আলোতে। রাতে কোনো ভোট হবে না। এবার আপনারা আপনাদের ভোট দিতে পারবেন। আর আপনাদের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে আমরা নির্দ্বিধায় তাদের কাছে দায়িত্ব দিয়ে যাব।
আল-বালাগ ইসলামী সংগঠনের ৪০তম ইসলামী সম্মেলনে সভাপতি ছিলেন আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরী আর পরিচালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাফেজ মুফতি ওবায়দুল্লাহ।