রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি গ্রামে পুড়ে যাওয়া এম অ্যান্ড ইউ ট্রিমস্ বাটন কারখানার ধ্বংশ স্তুপ থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিলেছে তাদের পরিচয়। নিহতরা হলো দিনাজপুর জেলার হাকিম পুর থানার লোহাচড়া গ্রামের আ.রউফ সরকারের ছেলে সোহাগ সরকার(৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মহারতপুর গ্রামের রফিক মাত্তুব্বরের ছেলে শাওন(২১) ও লালমনির হাট জেলা সদরের তালুক হারাটি গ্রামের মো. বাবুলের ছেলে মজলুম হক (২১)। আগুনে কারখানার ওয়েস্টেজ গুদাম, প্রোডাকশন ভবন ও ডাষ্টকিপিং ভবন পুড়ে ছাই হয়েগেছে। ঘটনার পর কারখানা কতৃপক্ষ সোমরাব থেকে চার দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের ইনিসপেক্টর নাম প্রকাশ না করে জানান, খারখানায় কিছু ত্রæটি রয়েছে। তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই। অগ্নি নির্বাপনের জন্য হাইড্রেন নেই। খোলা মাঠে পড়ে রয়েছে প্লাষ্টিক জাতীয় কাঁচা মালের বস্তা। তবে অগ্নি নির্বাপক সিলিন্ডার রয়েছে। দূর থেকে পানি এনে কাজ করেছে ফায়ার সার্ভিস।
কারখানার প্রোডাকশন ম্যানেজার আ. রহমান জানান, ওই সময় অফিসে মিটিং চলছিলো। হঠাৎ ওয়েস্টিজ গুদামে বিকট শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি জানালার কাঁচ টুকরো হয়ে উড়ে যাচ্ছে। গুদামে আগুন জ¦লছে। আগুনের কুন্ডুলি নিয়ে উড়ে গিয়ে দু’টি ড্রাম পড়ে প্রোডাকশন ভবন এবং ডাষ্ট কিপিং ভবনে। মহুর্তে আগুন ছড়িয়ে পরে। তাৎক্ষনিক ফায়র এলার্ট দেই। খবর দেয়া হয় ফায়ার সাভির্সে। দ্রæত সময়ে ফায়ার সাভিস চলে অঅসায় ক্ষতি অনেক কম হয়েছে। ঘটনার সময় লাঞ্চ বিরতি চলছিলো। কারখানায় ২৪৭জন শ্রমিক,১৪জন কর্মকর্তা,১০ জন নিরাপত্তা প্রহরী কর্মরত ছিলেন। সোমবার সকালে হাজিরা ডেকে নিশ্চিত হই এজিএম জাকির হোসেন এবং আমি নিজে কিছুটা আহত হই। বাকি সকলে অক্ষত সুস্থ্য আছেন।
শ্রীপুর ফায়ার সাভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, রবিবার দুপুর একটা চল্লিশ মিনিটে খবর পাওয়া যায়। একটা ছাপ্পান্ন মিনিটে ফায়ার সার্বিস কাজ শুরু করে। বিকেল সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ধ্বংশ স্তুপথেকে বিকেলে একটি, রাতে একটি এবং সোমবার সকালে একটি সহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুড়ে যাওয়া ভবন গুলোতে আরকোন মরদেহ পাওয়া যায়নি।
তিন জনের মৃত্যু নিশ্চিত করে শ্রীপুর থানা ওসি মো.জয়নাল আবেদীন মন্ডল জানান, ওই কারখানা থেকে তিন জনের মরদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় সনাক্তম হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।