গাজীপুর: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা প্রনয়ন করেছেন বাংলাদেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য। গণতন্ত্রকে সুরক্ষার জন্য, সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত করার জন্য, তিনি দল মতের চেয়ে দেশের সর্বস্তরের মানুষের আকাঙ্খাকে অধিক গুরুত্ব দেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গাছা এলাকায় বেশ কয়েকটি গুচ্ছ আলোচনায় তিনি এসব কথা বলেন।
জানা যায়, ১৯ ডিসেম্বর গাজীপুর মহানগরের ৩৫নং ওয়ার্ডের রজব আলী বিদ্যানিকেতন প্রাঙ্গন, সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষক সমাবেশে এবং ৩৮নং ওয়ার্ডের বিভিন্ন গুচ্ছ কর্মসূচিতে তারেক রহমানের সাম্প্রতিক বার্তা বিএনপির তৃণমূলে ও সাধারন মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কয়েকটি মেরাথন গুচ্ছ আলোচনা সভা হয়।
এসব সভায়, প্রধান অতিথির ভাষনে ডা. মাজহার আরো বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, খালকাটা কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি ইত্যাদি ধারাবাহিক কর্মসূচি বিএনপির স্মরণকালের সংস্কার। জনাব তারেক রহমান তারই ধারাবাহিকতায় রাষ্ট্রমেরামতের কালজয়ী কর্মসূচি ৩১ দফা প্রকাশ করেছেন। তারেক রহমান প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করেন না।
সকল সভায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকার, মাহবুব আলম মাস্টার, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান সেলিম, মেজবা সেলিম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা আরিফ মিয়া,নুরুল ইসলাম, আব্দুল করিম, মোঃ ইউনুস, সিরাজুল ইসলাম, হুসনে আর, গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান,সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সহ বিএনপি, অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।