গাজীপুর: বিজয় দিবসে চিকিৎসকদের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।
সোমবার মহান বিজয় দিবসের দিনে পুস্পার্ঘ অর্পণের পর এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
গাজীপুরের ফিওনা রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মাজহার বলেন, আগামী সংসদে উচ্চ-কক্ষ, নিম্নকক্ষ থাকবে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতায় ভারসাম্য থাকবে, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবেনা। স্বৈরাচারী শাসন চিরদিনের জন্য বন্ধ করতে তারেক রহমানের রাষ্ট্র সংস্কার হবে যুগোপযোগী।
ডাক্তার মাজহারুল আলমের মিডিয়া সমন্বয়কারী গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাক মো: মাফিকুর রহমান সেলিম জানান, পাঁচ শতাধিক চিকিসক ও পরিবারবর্গের এই সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজুল হক, পরিচালক ডা. আমিনুল ইসলাম, গাজীপুর জেলা ড্যাব সভাপতি ডা. আলী আকবর পলান, যুগ্ম সম্পাদক ডা. কামরুল ইসলাম, সাধারন সম্পাদক ডা. খলিলুর রহমান, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক জোবায়দা সুলতানা, সদস্য সচিব ডা. খাইরুজ্জামান প্রমূখ।