শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: হঠাৎ আওয়ামী লীগ নেতার ফোনে শিবির কর্মীর ফোন, কল রেকর্ডে শিবির কর্মী আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা যায় দেখামাত্রই জায়গায় ব্রেক করে দেবে শুধু তাই নয় আওয়ামী লীগ নেতার স্ত্রী সন্তানকে মেরে ফেলারও হুমকি দেয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বাবলুর বাড়িতে হামলা চালায় জামাত-শিবিরের কর্মী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দুপুরে উপজেলার কাওরাইদ বাজারে কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, হারুন অর রশিদ বাবলুর বাড়ির দেয়াল ভেঙ্গে, বাড়ির চালের টিন, নগত টাকা স্বর্ণালংকার, লুট করে অতর্কিত হামলা চালায় ছাত্রশিবির পরিচয়দানকারী আব্দুল্লাহ সাকিব।
ভুক্তভোগ আওয়ামী লীগ নেতা হারুর অর রশিদ বাবলু বলেন, সরকার পতনের পর থেকেই প্রাণের ভয়ে আমি বাড়ি ছাড়া, বাড়িতে স্ত্রী সন্তানকে রেখে প্রাণের ভয়ে বিভিন্ন এলাকায় জীবন-যাপন করছি। কিছুদিন আগে আমাদের এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে আব্দুল্লাহ সাকিব আমাকে খুঁজতে লোকজন পাঠায় আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আমার স্ত্রী টাকা না দেয়ার বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেয় বাড়ি না ছাড়লে প্রানে মেরে ফেলারও হুমকি দেয়।
বিষয়টি আমি জানতে পেরে এলাকার লোকজনকে জানালে আব্দুল্লাহ সাকিব ক্ষিপ্ত হয়ে আমার মুঠোফোনে ফোন দিয়ে আমাকেও প্রাণনাশের হুমকি দেয়, যার কল রেকর্ড আমার কাছে রয়েছে । বৃহস্পতিবার দুপুরে আমার স্ত্রী বাজারে গেলে খালি বাড়িতে হামলা চালিয়ে আমার বাড়ির দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে বাড়ির চালের টিন, নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। প্রতিনিয়ত আমাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে যে কোন মুহূর্তে আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবে এমনকি আমাকে পেলেও প্রানে মেরে ফেলবে। এই ঘটনায় শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও নিরাপত্তাহীনতায় ভুগছি আমি ও আমার পরিবার।