শ্রীপুরে তুলার গোডাউনে আগুন!

Slider গ্রাম বাংলা

রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তুলার একটি গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার জহিরুল হক সরকারের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলিং মোড় এলাকার গত ছয় মাস আগে আকলিমা খাতুন নামের একজনের জমি ভাড়ায় নিয়ে তুলার ব্যবসা করতেন জহিরুল হক সরকার।

সলিং মোড় এলাকার সাইদুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকেই ওই গোডাউনে তুলা কাটার মেশিন চলছিল। সন্ধ্যার দিকে আকস্মিক ভাবে সেখানে আগুন লাগে। পরে গোডাউনে রাখা তুলা-কাপড়ের মিশ্রণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন পরিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী জহিরুল হক সরকার বলেন, আমি বাসায় অবস্থান অবস্থান করছিলাম। হঠাৎ শুনি আমার গোডাউনে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তিনি বলেন, তুলার মেশিন, তুলা ও কাপর মিলিয়ে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইনস্পেকটর হুমায়ুন কবির নিশ্চিত করে বলেন,খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ২ ইউনিটের পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *