ছবি( কাফনের কাপড় পড়ে মানববন্ধন)
গাজীপুর: টঙ্গী রাজস্ব সার্কেলের কাশিমপুরে ভূমি দস্যুদের সহায়তাকারী পুলিশের শাস্তি ও ভূমি দস্যু, সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী ৪৮ টি পরিবারের সদস্যরা ।
সোমবার( ০৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কাফনের কাপড় পরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করেন। পরে পুলিশ কমিশনারের কাছে স্বারক লিপি প্রদান করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ।
এ সময় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত ইসমাঈল মিয়া, বানু বেগম, এসহাক মিয়া,খুশি আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার ভুক্তভোগী ৪৮ টি পরিবারের সদস্যদের উপর ৫ ই আগস্টের আগে ভূমিদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে ৮ বার সশস্ত্র হামলা করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করলেও ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন ন্যায়বিচার ও প্রতিকার পায়নি। ভূমিদস্যুদের সঙ্গে আঁতাত করে অভিযুক্ত কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের ভিটেমাটি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদে কাফনের কাপড় পরে তারা আন্দোলন করছেন। ন্যায় বিচার পাওয়ার জন্য তারা প্রধান উপদেষ্টাসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীরা জানান, কাশিমপুর এলাকায় গোবিন্দ বাড়ি মৌজায় ৪৮ পরিবারের সদস্য এস এ ও আর এস রেকর্ডিয় মালিক ছিল এবং বর্তমানেও আছেন। ৬ই নভেম্বর ভূমি দস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাশিমপুর থানায় অভিযোগ দিয়ে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত ১৪৫ ধারায় নোটিশ জারি করলেও ভূমিদস্যু ও সন্ত্রাসী-হাসনাইন, মোশারফ, ওসমান, শুভ, চাঁন মিয়া আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখলে কাশিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামকে ভিকটিম বানু বেগম ও খুশি বেগম বারবার জানালেও অদৃশ্য কারণে তিনি ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেননি । কাশিপুর থানা পুলিশের কারণে বানু বেগম গং সহ ভুক্তভোগী ৪৮ টি পরিবার বর্তমানে তাদের সর্বস্ব হারাচ্ছেন। তাছাড়া ১২ নভেম্বর বানু বেগম কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ ডায়েরি গ্রহণ করেননি । ২৪-ই নভেম্বর ২০-২৫ জন ভূমিদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসীরা বানু বেগম ও খুশি বেগমের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে মারাত্মকভাবে আহত করলেও পুলিশের প্রতি আস্থা হীনতার কারণে বানু বেগম থানায় অভিযোগ করার সাহস পাননি। তাই ৪৮ টি পরিবার পুলিশের সহায়তা না পেরে নিরুপায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। তাই ভূমি দস্যুদের সহায়তাকারী কাশিমপুর থানা পুলিশ কর্মকর্তাদের শাস্তি, জাল দলিলের কারিগর, ভূমিদসু অবৈধ স্থাপনা অপসারণ, অবৈধ স্থাপনা নির্মাণে জড়িত সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার, জান-মালে নিরাপত্তা ও ন্যায় বিচার দাবি করেন তারা।