শ্রীপুরে সন্তান বুকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা!

Slider নারী ও শিশু

রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: স্বামীর নির্যাতনের শিকার নাসরিন। নির্যাতন থেকে বাঁচতে এগারো মাসের মেয়েকে বুক জড়িয়ে ট্রেনের নিচে ঝাপ দেন মা।ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে রেল সড়কোর পাশে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে নাসরিন আক্তার(৩৫) এর মৃত্যু হয়। মুমুর্ষ শিশু রৌজাতুল জান্নাত রাফাকে(১১মাস) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। খবর পেয় স্বজনরা এসে ওই শিশুকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মর্মান্তিক ঘটনি ঘটে আজ সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর স্টেশনের প্লাটফরমের উত্তর পাশে।
নিহত নাসরিন আক্তার(৩৫) গোপালগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানা এলাকার এনামুল হক বিশ্বাসের মেয়। তিনি মংমনসিংহ জেলার পাগলা থনার টাংগাবো এলাকা রাসেল এর স্ত্রী। তিনি স্বামীর সাথে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আমতলী এলাকার আহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থকতেন।

প্রত্যক্ষ দর্শী পারভীন আক্তার জানান, সকাল থেকে ওই নারী ঘটনাস্থলের একটি আম গাছের নিচে শিশু কোলে নিয়ে বসে ছিলেন। কয়েকবার মোবাইলে কার সাথে কথা বলে কান্নাকাটিকরে। এ সময় একটি ট্রেন আসতে দেখ সে মেয়েকে বুকে জড়িয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়। পরে রেল লাইনের পাশে পরে কাঁপতে থাকে। ঘটনা দেখে লোকজন জগো হয়। এরই মধ্যে মাথা,মুখ দিয় প্রচন্ড রক্তস্খরণ হয়। কয়েক মিনুটের মধ্যে ওই নারীর মৃত্যু হয়। মুমুর্ষ শিশুকে উদ্ধার বরে শ্রীপুর হাসপাতালে নিয়ে যাই। খবর পেয়ে স্বজনরি হাসপাতালে এসে ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতের স্বামী রাসেল ঝগড়ার কথা শিকার করে জানান, তিনি স্থানীয় কালার ফ্র্যাসন কারখানায় চাকুরী করতেন। ক’দিন হলো তার চাকাকুরি চলে গেছে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে গত তিনি থরে ঝগড়া চলছে। আজ কোন ঝগড়া হয়নি। সকাল থেকে নাসরিন বাসায় ছিলোনা। পরে খবর পাই সে ট্রনোর নিচে মেয়েকে নুঝাপ দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর মরতেহ দেখতে পাই। আহত মেয়েকে হাসপাতালে নিয়ে যাই।

স্থানীয় মারুফ প্রধান বলেন,হঠাত রেল সড়কের পাশে অনেক লোক দেখে দৌড়ে ঘটনাস্থলে যাই। সেখানে একনারী মাথা,মুখ দিয়ে রক্ত যেতে যেতে মারা যায়। পাশে পড়ে থাকি শিশুকে হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর স্টেসনের কর্তব্যরত স্টেসন মাষ্টার সাইদুর রহমান জানান,ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ গামী কমিউটার ট্রেনটি সকাল দশটা বাইশ মিনিটে ছেগে যায়।সাড়ে দশটার দিকে এক নারীর ট্রেন দূর্ঘটনায় মৃত্যুর খবর পেয়েছি। রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। পুলিশ এসে ব্যবস্থা নিবে।
শ্রীপুর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সুসমিতা জানান, সোয়া এগারোটার সময় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুত্বর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (ওসি)মো.জয়নাল আবেদিন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের নিচে ঝাপদিয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *