গাজীপুর আদালতে কিরণকে বহনকারী প্রিজনভ্যানে ঝাড়ুপেটা, ডিম ও জুতা নিক্ষেপ

Slider টপ নিউজ


ছবি( আদালতের প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা)

গাজীপুর: টঙ্গীর সাবেক কাউন্সিলর ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আদালতে তোলা হয়েছে। এসময় উৎসুক জনতা কিরণের উপর ও কিরণকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানে ডিম ও জুতা নিক্ষেপ করেছে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) গাজীপুর আদালতে এই ঘটনা ঘটে।

প্রত্যদর্শীরা জানান, কিরণকে আদালতে হাজতখানায় আনার সময় হজতখানার সামনে জনতা ঝাড়ু ও জুতা নিক্ষেপ করে। তারা খুনী কিরণের ফাঁসি চাই বলে শ্লোগান দেয়। নিরাপত্তার অভাবে পুলিশ দ্রুত তাকে সরিয়ে নেয়।

গাজীপুর বারের আইবজীবী এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা জুতা ও ঝাঁড়ু পেটা করেছে। আসামী কিরণকে আদালতে নেয়ার পর আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ১৮ নভেম্বর যশোরে সীমান্ত থেকো ভারত যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয় কিরণ। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে যশোরে একটি মামলাও হয়। কিরণের নামে টঙ্গী, গাজীপুর ও ঢাকার উত্তরা সহ বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা খুন ও আহত করার ঘটনায় ৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দেশে বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও বিদেশী নাগরিকত্বের অভিযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *