গাজীপুর: কৌশলে টিসিবির চাল ডাল মজুদ করায় পুলিশ ৩৮ বস্তা চাল ও ৩০ কেজী ডাল জব্দ করেছে।
আজ শনিবার(৭ ডিসেম্বর) দুপুরে বাড়িয়া ইউনিয়ন পরিষদের সন্নিকটে দুটি দোকান থেকে পুলিশ এসব উদ্ধার করে।
পুলিশ জানায়, টিসিবির পণ্য কম দিয়ে কৌশলে মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে বাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুমুন বাজারের উর্মি ডেকোরেটর থেকে ১৪ বস্তা চাল ও ৩০ কেজি ডাল উদ্ধার করা হয়। প্রায় একই সময় একই বাজারের জনৈক হুমায়ুনের গ্যারেজ থেকে ২৪ বস্তা প্লাস্টিকের ব্যাগে ভর্তি চাল আটক করা হয়। সরকারি ৬৬ বস্তা চালের ব্যাগ খুলে ২৪ টি প্লাস্টিকের বস্তায় ভর্তি করে কৌশলে মজুদ করা হয়েছিল। জনৈক মেম্বারের তত্ত্বাবধানে ১৪ বস্তা চাল ও ৩০ বস্তা চাল ছিল বলে পুলিশ জানায়।
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( পুলিশ পরিদর্শক) মো: হারুন অর রশিদ বলেন, দুটি পৃথক স্থান থেকে ৩৮ বস্তা চাল ও ৩০ কেজি ডাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।