শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছে হাসপাতালের সিসিইউতে আছেন চিত্রনায়ক রিয়াজ। সোমবার সন্ধ্যা ৭টায় বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে ছিলেন তিন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন রিয়াজ। সে সময় বাগেরহাটে এক পূজার অনুষ্ঠানে ছিলেন তিনি।
শুটিং স্পট থেকে একজন জানান, শুটিংয়ের মধ্যে হঠাৎ করে তিনি বুকে ব্যাথা অনুভব করেন । তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি ড. প্রফেসর সাহাবুদ্দুনের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। তার হার্টে চারটি ব্লক ধরা পরে। তার মধ্যে একটি মেজর হওয়ায় রিং পরানো হয়।
উল্লেখ্য, জনপ্রিয় এ নায়ক ইচ্ছকৃতভাবেই দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে ছিলেন। সম্প্রতি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয়ের মাধ্যমে ফের ছন্দে ফেরেন রিয়াজ।