গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত এবং পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় আগ্রহী সাংবাদিকদের নিয়ে একটি নতুন প্লাটফর্ম “এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্ক” আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি গাজীপুর মহানগরীর একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে এ সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে গাজীপুরে কর্মরত সাংবাদিক গণ বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকেন। অনেক সংগঠন পরিবেশ নিয়ে কাজ করছে। এসবের মধ্যে যোগসূত্র স্থাপন করে পরিবেশ আন্দোলনকে আরো গতিশীল এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এই নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।
“এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্ক” গঠনের লক্ষে ইতিপূর্বে একাধিক মতবিনিময় সভা হয়েছে। সর্বশেষ সোমবার চুড়ান্ত কাঠামো তৈরীর জন্য সবা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এই প্লাটফর্মের সভাপতি নির্বাচিত হয়েছেন, দেশের স্বনামধন্য পরিবেশ আন্দোলনের কর্মী, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক সময়ের কাগজের উপদেষ্টা সম্পাদক ও ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকৃতি বার্তার নির্বাহী সম্পাদক মুহাম্মদ মনির হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও দি বিজনেস স্ট্যান্ডার্ড এর গাজীপুর প্রতিনিধি, গণবাণী ডট কম এর সম্পাদক ও প্রকাশক এম. আসাদুজ্জামান সাদ।
কার্য নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন, সহ-সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও যায়যায়দিনের গাজীপুর প্রতিনিধি, মোঃ আবুল হোসেন এবং ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন এর গাজীপুর প্রতিনিধি, রায়হানুল ইসলাম আকন্দ, যুগ্ম সম্পাদক ঢাকা পোস্ট এর গাজীপুর প্রতিনিধি শিহাব খান, সাংগঠনিক সম্পাদক নাগরিক টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আল আমিন, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ ও রাইজিং বিডির গাজীপুর প্রতিনিধি মোঃ রেজাউল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক গ্লোবাল টেলিভিশনের সেলিম রানা, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার টঙ্গী প্রতিনিধি মোঃ নাইমুল হাসান, দপ্তর সম্পাদক বাংলাদেশ কন্ঠের জাহিদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতিদিনের সংবাদ এর কাপাসিয়া প্রতিনিধি শফিকুল আলম সবুজ, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মোঃ মাসুদ রানা ও দৈনিক সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম আইয়ুব।