গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল

Slider বিনোদন ও মিডিয়া

গাজীপুরের প্রবীণ সাংবাদিক, ডেইলী নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, নজরুল ইসলাম বাদামী ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে — রাজেউন)। তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:স্বাস ত্যাগ করেন।

পারিবারীক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন। তার ছেলে বাদামী বিপ্লব বর্তমানে ডেইলী নিউ নেশন পত্রিকার সাংবাদিক হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

নজরুল ইসলাম বাদামীর মৃত্যুতে গাজীপুরের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর সকল সাংবাদিক সংগঠন ও এর নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মরহুমের ছেলে বাদামী বিপ্লব, পিতার জানাজায় অংশ গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *