রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই কমিটি গঠিত হয়।
সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আবদুল হান্নান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শ্রীপুর উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
সভায় হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজলকে সভাপতি, কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।