রমজান আলী রুবেল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর জুলাই বিপ্লবে হত্যাকান্ডের অভিযুক্ত আ’লীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন ওই গ্রামের আ.জব্বারের ছেলে ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন(৩৫) একই গ্রামের রহম আলীর ছেলে ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ড মেম্বার মো. রোমাজুল ইসলাম(৩৮)। একই দিনে পুলিশ উপজেলার বাউনী গ্রাম থেকে উপজেলার গোসিংগা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেনকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, জুলাই বিপ্লবের হত্যা কান্ডে জড়িত থাকার অভিযোগ ওই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।