সত্যের সৌন্দর্য হলো এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয় : তারেক রহমান

Slider ফুলজান বিবির বাংলা

‘সত্যের সৌন্দর্য হলো, এটি অপরিহার্যভাবে প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়; আমাদের আশ্বস্ত করে যে, শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়।’

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ওই পোস্টে তারেক রহমান আরও লেখেন, ‘আসুন আমরা রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা মত-পথ ও মতাদর্শের বৈচিত্র্যের ওপর ভর করে বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়।

‘সেই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই’ বলে উল্লেখ করেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *