শ্রীপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ কারাগারে

Slider নারী ও শিশু


রমজান আলী রুবেল শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে প্রতিবেশী নানা নাতনিকে তার গরু দেখানোর কথা বলে জঙ্গলে নিয়ে শিশু নাতনিকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষণকারী মো:সাদত আলী(সাজ্জাদ) (৬৫) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় শনিবার(৩০নভেম্বর)সকালে অভিযোগের পর ৩ ঘন্টা মধ্যে আসামী সাদত আলীকে (সাজ্জাদ) কে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ধর্ষক সাদত আলী(সাজ্জাত) উপজেলার নোওগাঁও গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

এ বিষয়ে ধর্ষণের শিকার ওই শিশুর নানি হালিমা খাতুন বলেন, আমার নাতনি আমার বাড়ির পাশে নোওগাঁও বাজার থেকে কাপর ধোয়ার পাউডার কিনে হেঁটে নিজ বাড়ির দিকে আসছিল। পথে তার প্রতিবেশী নানা সাদত আলী(সাজ্জাদ) (৬৫) আমার নাতনিকে তার বাড়িতে গরু দেখানোর কথা বলে নাতনিকে মুখ চেপে ধরে জোরপূর্বক রাস্তার পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে আমার নাতনিকে একশত টাকা দিযে বলে কাওকে কিছু না বলতে।

শ্রীপুর মডেল থানা উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগের ৩ ঘন্টার মধ্যে আসামীকে রাজেন্দ্রপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *