ছবি( টঙ্গীতে ভেঙে ফেলা ভবন)
গাজীপুর: টঙ্গীতে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নাম মাত্র মূল্যে নিলামে দেয়ার অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, টঙ্গীর দত্তপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন দুই লক্ষ ১৩ হাজার ৫৮০ টাকা, বনমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরতান ভবন ৮০ হাজার ৮৩০ টাকা, সদরের বাড়িয়ালী নলজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরতন ভবন ১ লক্ষ ১২ হাজার ২১৮ টাকা মূল্য ধরে নিলাম দেয় গাজীপুর জেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসার। তিনটি প্রতিষ্ঠানের নিলামে দেয়া ভবন গুলোর মূল্য ৩০ লাখ টাকার বেশী বলে স্থানীয়দের ধারণা। নাম মাত্র মূল্যে নিলামে দেয়া ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সীমা এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া হয়েছে শের-ই বাংলা মার্কেট(চেরাগআলী) এরশাদ নগর। এই ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের আদেশে পরিত্যক্ত মালামাল ৩০ দিনের মধ্যে সরানোর নির্দেশনা থাকলেও এখনো ভবন ভাঙা শেষ হয়নি। আদেশের চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে কার্যাদেশ বাতিল হবে বলে উল্লেখ আছে।
স্থানীয় বিএনপির একাধিক নেতার অভিযোগ, সীমা এন্টারপ্রাইজের নামে আওয়ামীলীগের একজন পলাতক নেতা যার নামে এক ডজনের বেশী মামলা আছে, তিনি এ কাজগুলো করছেন। পালিয়ে থেকেও সরকারী সম্পদ লুট করছে আওয়ামীলীগ।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভুইয়া বলেন, ভবন ভাঙার সময় দেড় মাস বাড়ানো হয়েছে। কেউ একাধিক মামলায় পলাতক কি না জানিনা। তবে সীমা এন্টাপ্রাইজের মালিকের নাম কি তাও তিনি জানেন না বলে জানান।