রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রাতের আধারে ঘরে আগুণ দিয়ে পুকুর থেকে ১২ লক্ষ টাকার মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে।
২৬ নেভেম্বর গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে মাছের খাবার রাখার ঘর ও নৈশ্যপ্রহরীর ছাপড়া ঘরে আগুণ দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মাওনা ইউনিয়নের বেলতলী এলাকার খন্দকার হারুন অর রশিদ এর ছেলে উজ্জ্বল দুই জনকে আসামি ও অজ্ঞাত ১০/১২ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে উজ্জ্বল জানান, আমার নিজ নামে ৩ টি মৎস্য খামার রয়েছে। বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উজ্জ্বল মৎস্য খামারে গতকাল সারাদিন টিকিটে বড়শি দিয়ে মাছ ধরা হয়। পরে ওই দিন রাতে আমার প্রজেক্ট পুকুরের পাড়ে থাকা আমার কর্মচারী তুহিন (১৪) কে হত্যার উদ্দেশ্যে ঘরের ভিতরে আটকে বাহিরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় সে জীবন বাঁচাতে ঘরের পিছন দিয়ে পালিয়ে যায়। ঘরে থাকা আমার মালামাল পুড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।
এ বিষয়ে জানতে মোজ্জামেল মুঠোফোনে যোগাযোগ করিলে তিনি জানান এ ঘটনার সাথে তিনি জড়িত নয়।তবে তার একটি কল রেকর্ড পাওয়ায়।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।