সংসার চালাতে ফুটপাথে খাবারের দোকান দিলেন পরিচালক

Slider বাংলার মুখোমুখি

ওপার বাংলার পরিচালক অয়ন সেনগুপ্ত। তার হাত ধরে টেলি পর্দায় হইচই ফেলে দিয়েছিল- ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক নাটক। সেই পরিচালকের হাতে গত দুবছর ধরে কোনও কাজ নেই।

অনেক চেষ্টার পরেই কাজ পাননি। শেষে পুত্র-স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার চালাতে ফুটপাথেই খাবারের দোকান দিয়েছেন। তবে খাবারের দোকান খুললেও, পরিচালনা, অভিনয়, নাট্যদল কিছুই তিনি ছাড়ছেন না। এমনটাই জানালেন, ফেসবুক লাইভে। নেটিজেনদের চোখের সামনে তুলে ধরলেন তার তপন থিয়েটারের সামনে তার দোকানের ছবি।

ফেসবুক লাইভে অয়ন বলেন, ‘ক্রাইসিসের মধ্যে ছিলাম। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই নতুন উদ্যোগ নিয়েছি। আপনাদের মাধ্যমে বারবার একটা কথাই বলব, আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি। পরিচালনা বা অভিনয়ের কাজ ছাড়তে চাইছি না। ছাড়ব না, আমার স্ত্রীও এই নতুন উদ্যোগের সঙ্গে রয়েছেন।’

তার কথায়, ‘তিনিও অভিনয় ছাড়ছেন না। সিরিয়ালের কাজ আসলে অবশ্যই করব। এটা আমার আয়ের আরেকটি উৎস। আমি যে ক্রাইসিসটা ফেস করেছি। সেটা আর ফেস করতে চাইছি না।’

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই কিন্তু গত দু’বছর ধরে দুটো বিষয় দেখেছি। যারা নিয়মিত কাজ পাচ্ছেন, তারাই নিয়মিত কাজ করছেন। আর যারা কাজ পান না বা পাচ্ছেন না তাদের কিন্তু কাজ জুটছেই না। আমার ঠিক কোথায় ত্রুটি? কেউ বলতে পারছেন না। কিন্তু কাজও দিচ্ছেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *