মুন্সীগঞ্জে ব্যাটারি চালিত একটি অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝিনুক (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার কেওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝিনুক শহরের উপকণ্ঠ নয়াগাঁও গ্রামের আব্দুল কাদের মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনুক তার অসুস্থ্য মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি অটোরিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।