মেহেরপুর ;মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামের বহুল আলোচিত সাত খুন মামলার পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এটিএম মুসা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার কয়রা ডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নুরুজ্জামান নান্টু (৬৮), জালমুকা গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে ইউনুস আলী (৭০) ও একরামুল হক (৬৫), ইউনুস আলীর ছেলে মাসুদ রানা (৫০) এবং আহসান আলীর ছেলে আবুল কাশেম।
১৯৯৪ সালে জমি নিয়ে বিরোধের জের ধরে সাতজন খুন হন। ওই ঘটনায় করা মামলায় দীর্ঘ ২১ বছর পর সোমবার রায় ঘোষণা করলো আদালত।