বাগেরহাটে বিনা লাভের বাজারে খুশি নিম্নবিত্তরা

Slider বাংলার মুখোমুখি

বাগেরহাটের কচুয়ায় হতদরিদ্র ভোক্তাদের ওপর আর্থিক চাপ কমাতে বিনা লাভের দোকান শুরু করেছে ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন স্বেচ্ছাসেবকরা। বিভিন্ন স্থান থেকে আসা স্বল্প আয়ের মানুষরা তাদের পছন্দের পণ্য কম দামে কিনতে ভিড় করেন। স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা।

নুরুল হক নামে এক ক্রেতা বলেন, আসলে দিন দিন বিভিন্ন পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের খুব কষ্ট হয়। এই দোকান থেকে কমদামে আলু, পেঁয়াজ, ডাল ও মিস্টি কুমড়া কিনলাম। বেশ উপকার হয়েছে।

সোনাম উদ্দিন শেখ নামে আরেক ক্রেতা বলেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। এটা যদি নিয়মিত থাকত, তাহলে অনেক ভালো হতো।

এদিকে এমন উদ্যোগের খবরে বিকেল সাড়ে ৪টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ বিনা লাভের দোকান পরিদর্শন করেন। উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

এদিন খোলা বাজারের ৭৫ টাকার আলু ৬৮ টাকায়, ১২০ টাকা কেজির কাচা মরিচ ৯০ টাকায়, ১১০ টাকার ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া মিস্টি কুমড়া, লাউ, মুলা, চালকুমড়া, লাল শাকসহ বিভিন্ন পণ্য বাজার দরের থেকে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি করেছেন তারা। এদিন সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ শতাধিক ক্রেতা সেখান থেকে পণ্য ক্রয় করেছেন।

‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল বলেন, সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমরা এটা করেছি। এখন থেকে প্রতি শুক্রবার আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রি করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *