স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে দিনব্যাপী বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়

গ্রাম বাংলা


মোঃ আলী আজগর খান পিরু,গাজীপুর: গাজীপুর মহানগরের গাছা সাবেক ইয়াকুব মেম্বার মার্কেট সংলগ্ন গাছা পূর্ব পাড়া জামে মসজিদের সামনে, স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে, আল-হেরা মেডিকেল সার্ভিসেস এর সৌজন্যে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্র এলাকার নারী পুরুষ সকল শ্রেণীর ৪শত থেকে ৫শত লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক/অভিভাবিকাদের ২০-৫০% ছাড়ে চিকিৎসা সেবা প্রদান করবেন আল-হেরা মেডিকেল সার্ভিসেস সেন্টার।
স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়নের লক্ষ্যে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই মুহূর্তে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হল মোবাইলে আসক্তি হওয়া। এই আসক্তি থেকে ছেলে মেয়েদের আবার পড়ার টেবিলে ফিরিয়ে আনতে শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবক/অভিভাবিকাদের এক সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করতে হবে। আগামী শিক্ষাবর্ষে সৃজনশীল কাঠামোকে আরও আধুনিকায়ন করা হবে। লেখাপড়ায় মনোনিবেশ করা ছাড়া কোনো শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারবে না। আপনাদের সন্তানকে মোবাইল রেখে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে আমরা স্বরবর্ণ প্রি-ক‍্যাডেট স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকা বদ্ধপরিকর। শুধু ভালো ফলাফল নয় ধর্মীয়,সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে আমরা আপনাদের সন্তানকে ভালো মানুষ হিসাবেও গড়ে তুলতে চাই। বর্তমানে আপনাদের সন্তানের লেখাপড়ার কি অবস্থা সেটা আপনারাই ভালো জানেন। আমাদের উপর আস্থা রেখে যদি আপনারা আপনাদের সন্তানকে আমাদের স্কুলে পাঠান তাহলে প্রতিটি শিক্ষার্থীর কোন কোন বিষয়ে বেশি দুর্বলতা তা নির্ধারণ করে আগামী শিক্ষাবর্ষে ৩/৬ মাসের মধ্যে ইংরেজি, বাংলা ও ধর্মীয় শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে পরবর্তী যেকোনো পরীক্ষায় ভালো ফলাফল করার উপযুক্ত করে তোলা হবে ইনশাআল্লাহ।

আপনার সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী। ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে সর্বোচ্চ সহযোগিতা করবে স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুল।

সার্বিক সহযোগিতায় ছিলেন, গাছা পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী হাফেজ মাওঃ ইসমাঈল বোখারি, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আজগর খান পিরু, বিএনপি নেতা মোশারফ হোসেন খান বাদল, দিবস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সজীব শেখ, শ্রমিক ফেডারেশনের মোঃ শরীফ ও মোঃ রাসেল মন্ডল, মোঃ মিজানুর রহমান । এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও উপস্থিত ছিলেন।
সকলে এই স্বেচ্ছাসেবী উদ্যোগের জন্য স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *