সালাউদ্দিন কাদেরের রিভিউ শুনানিতে সাতজনের সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন

Slider বাংলার আদালত রাজনীতি

63083_176


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানিতে তার পক্ষে চার পাকিস্তানিসহ সাতজন ডিফেন্স সাক্ষীর সাক্ষ্য প্রদানের অনুমতি চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজ এ আবেদন দায়ের করা হয়।

সাত সাক্ষীর মধ্যে রয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মিয়া সুমরো, পাকিস্তানের সাবেক রেলমন্ত্রী ইসহাক খান খাকোয়ান, ফিজিতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকসহ সাতজনের সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে।

সালাউদ্দিন কাদেরের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানি জানান, আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

গত ২৯ জুলাই সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় প্রদান করেন।

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুাল-১ ২০১৩ সালের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *